Barak UpdatesHappeningsCultureBreaking News
মে-র তৃতীয় সপ্তাহে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা, শিলচর, ২০ এপ্রিল : এতদিন রামচন্দ্র ভট্টাচার্য ও মুকুন্দদাস ভট্টাচার্যের স্মৃতিতে প্রতিযোগিতার আয়োজন করছিল শিলচর সঙ্গীত বিদ্যালয়৷ এ বার যুক্ত করা হয়েছে প্রয়াত অধ্যক্ষা আনন্দময়ী ভট্টাচার্যের নাম৷ ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই সঙ্গীত বিদ্যালয় শহরের বহু সাংস্কৃতিক আন্দোলনের সাক্ষী৷ সঙ্গীত প্রতিযোগিতার জন্য অনেক শিল্পীকে যেমন তৈরি করেছে এই প্রতিষ্ঠান, তেমনি সঙ্গীত প্রতিযোগিতার মধ্য দিয়ে বহু প্রতিভাকে খুঁজে বার করেছে৷ এ বার আগামী ১৫, ১৬ ও ২২ মে আয়োজন করেছে রামচন্দ্র, মুকুন্দদাস ও আনন্দময়ী ভট্টাচার্য স্মৃতি সঙ্গীত প্রতিযোগিতা৷
আজ বুধবার এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, উপ-সভাপতি সমরবিজয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ আশুতোষ ভট্টাচার্য ও কার্যবাহী সদস্য ভাস্কর দাস৷
তাঁরা জানান, কাছাড়-করিমগঞ্জ-হাইলাকান্দি তো বটেই, বাইরেরও যে কেউ নিজ দায়িত্বে এলে প্রতিযোগিতায় অংশ নিতে পারে৷ প্রতিযোগিতা হবে চার বিভাগে৷ প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতি তিন ক্লাশে এক বিভাগ৷
শুধু সঙ্গীত প্রতিযোগিতাই নয়, হবে নৃত্য এবং আবৃত্তি প্রতিযোগিতাও৷ ১৫ মে রবীন্দ্র, নজরুল ও লোকনৃত্যের প্রতিযোগিতা৷ ১৬ মে আবৃত্তি প্রতিযোগিতা৷ রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, সুকুমার রায়, অন্নদাশংকর বা শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা আবৃত্তি করতে হবে৷ সবশেষে রবীন্দ্র, নজরুল ও লোকনৃত্যের প্রতিযোগিতা৷ অনুষ্ঠিত হবে আগামী ২২ মে৷
অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, প্রতিটি বিষয়ের প্রবেশমূল্য পঞ্চাশ টাকা৷ আগ্রহীদের আগামী ৫ মে-র মধ্যে পার্ক রোড স্থিত সঙ্গীত বিদ্যালয়ে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে৷ যেতে হবে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত আটটার মধ্যে৷