Barak UpdatesHappeningsBreaking News

মেডিক্যাল কলেজ চেয়ে বিধানসভায় কমলাক্ষের ধরনা

ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর : করিমগঞ্জে মেডিক্যাল কলেজ নির্মাণের দাবিতে আজ সোমবার বিধানসভার অধিবেশন কক্ষের প্রবেশপথে প্ল্যাকার্ড হাতে ধরনা দিলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷

২০১৭ সালে করিমগঞ্জ জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের কথা ঘোষণা করেছিল অসম সরকার৷ এখন পর্যন্ত এর স্থান নির্ধারণ হয়নি। কমলাক্ষ চান, কলেজ হোক করিমগঞ্জ শহরে৷ রাতাবাড়ি ও পাথারকান্দির বিজেপি বিধায়করা চাইছিলেন, কলেজ হতে হবে তাঁদের কেন্দ্রে৷

কিছুদিন আগে বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য দুইদিকে দুই বিজেপি বিধায়ককে বসিয়ে জানিয়েছেন, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েই রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও পাথারকান্দির কৃষ্ণেন্দু মালাকারকে নিয়ে বৈঠক করেছেন৷ স্থির হয়েছে, রাতাবাড়িতে হবে মেডিক্যাল কলেজ৷ অন্য দাবিদার কৃষ্ণেন্দুর পাথারকান্দিতে নির্মিত হবে কৃষি বিশ্ববিদ্যালয়৷

সুব্রত এমন কথা শোনালেও সরকারি তরফে আজও কোনও ঘোষণা নেই৷ নড়ছে না ফাইলও৷

কমলাক্ষের কথায়, ন্যাশনাল মেডিক্যাল  কমিশনের গাইড লাইন অনুসারে কলেজ নিরমাণ হতে হবে৷ গাইডলাইনে শহরের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে  কলেজ স্থাপন করতে হয়৷ দ্বিতীয়ত, রাজ‍্যের  স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল  সেক্রেটারির চিঠিতেও উল্লেখ ছিল, জেলার প্রধান হাসপাতাল থেকে  দশ কিলোমিটারের মধ্যে  মেডিক্যাল কলেজের জন্য দেড়শ বিঘা জমির বন্দোবস্ত করতে হবে৷ তাঁদের দাবি, নির্মাণকাজ চলা অবস্থায় জেলা সদরের সিভিল  হাসপাতালে অস্থায়ী ভাবে  কলেজের কাজকর্ম সহ ক্লাস চালু  হোক৷

বিধানসভা চত্বরে কংগ্রেস বিধায়ক ধরনা দিলেও সরকার পক্ষ আজ এই দাবিতে মুখ খোলেনি৷ তবে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন, শীঘ্র এর কাজ রাতাবাড়িতে শুরু হবে৷ তিনি কমলাক্ষ সহ অন্যদের কটাক্ষ করে বলেন, ২০১৭ সালে যখন মেডিক্যাল কলেজের ঘোষণা হয়, তখন বিজেপি ছাড়া কেউ দাবি জানায়নি৷ কংগ্রেস ভাবতেই পারত না, করিমগঞ্জেও মেডিক্যাল কলেজ হতে পারে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker