Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালের গায়নো ওয়ার্ড উদ্বেগ বাড়াচ্ছে, ছয়দিনের শিশুও আক্রান্ত
24 জুলাইঃ শুক্রবারের পজিটিভ তালিকায় শহর-গ্রাম সব অংশের মানুষই রয়েছেন। সাধারণ জনতার সঙ্গে আছেন সামরিক, আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। অন্যদিনের মত এ দিনও করোনায় সংক্রমিত হয়েছেন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী। তবে সবচেয়ে উদ্বেগে রেখেছে শিলচর মেডিক্যাল কলেজের গায়নোকলজি ওয়ার্ড। মোট আটজন প্রসূতি কোভিডে আক্রান্ত হলেন এ দিন। সঙ্গে রয়েছে মাত্র ছয়দিনের এক শিশুও। কালাইনের বৈকুণ্ঠপুরের সীমা মুণ্ডা মাত্র ছয়দিন তাঁর জন্ম দেন।
আক্রান্ত প্রসূতিরা হলেন কাটিগড়ার রুমা রিকিয়াসন (38), লক্ষীপুর টিকলবস্তির রুমা রাজভর (26), সুন্দরী প্রথম খণ্ডের মাসুমা বেগম লস্কর, কালাইনের শিবাণী ভূমিজ (21), কাপ্তানপুরের ইসমাতারা বেগম মজুমদার (34), হাইলাকান্দি জেলার বাহাদুরপুর প্রথম খণ্ডের সুলতানা বেগম বড়ভুইয়া (25), কচুদরমের সামিনা বেগম লস্কর (20), পাঁচগ্রামের সরিতারানি রায় (26)।