NE UpdatesHappeningsBreaking News
মেট্রিকের প্রথমদিন দেরিতে প্রশ্নপত্র, বরখাস্ত প্রধান শিক্ষক

গুয়াহাটি, ১৫ ফেব্রুয়ারি : রাজ্যে মেট্রিক পরীক্ষার প্রথমদিনই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্নপত্র দেরি করে আসায় প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। গাছবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এমন ঘটনা। এরপরই কর্তৃপক্ষ প্রধান শিক্ষক অশোক চৌধুরীকে বরখাস্ত করা হয়।
জানা গেছে, শনিবার প্রশ্নপত্র দেরিতে আসায় পরীক্ষাও দেরিতে শুরু হয়। সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টা পর্যন্তও সেখানে প্রশ্ন গিয়ে পৌছয়নি। সূত্রের খবর অনুযায়ী, প্রধান শিক্ষক এক ঘণ্টা দেরিতে পৌছন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিভাবকদের রোষের মুখে পড়েন প্রধান শিক্ষক।