NE UpdatesHappeningsBreaking News
মেঘালয়ে হিংসা ছড়াচ্ছে, জ্বলছে গাড়ি, ট্রাফিক পোস্ট
ওয়েটুবরাক, ২৪ নভেম্বর ঃ আসাম-নেঘালয় সীমান্তে গুলি চালনায় ছয় জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মেঘালয়ে হিংসাত্মক ঘটনা অব্যাহত রয়েছে। দুদিন ধরেই বিক্ষিপ্ত হিংসার খবর মিললেও বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই তা ব্যাপক চেহারা নেয়। আসামের রেজিস্ট্রেশন নম্বর যুক্ত গাড়ি দেখলেই জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শিলঙে সন্ধ্যার পর একটি বাস সহ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরানো হয়েছে। আক্রমণকারীরা এমনকী রাতে চড়াও হয়েছে শিলং সিভিল হাসপাতালেও। জ্বলছে ট্রাফিক পোস্ট, দোকানপাট৷ আন্দোলনকারী খাসি স্টুডেন্টস ইউনিয়ন পুলিশেরও তিনটি গাড়িতে হামলা করে৷ তিনজন মহিলা পুলিশ এবং চারজন সাধারণ নাগরিক হামলায় জখম হয়েছেন৷ তাদের মধ্যে একজনের চোট গুরুতর বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বৃহস্পতিবার এক প্রতিবাদী মোমবাতি মিছিল থেকেই আচমকা একদল যুবক হামলায় মেতে ওঠে৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী নিয়ে মাঠে নামতেই আন্দোলনকারীরা তাঁদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে৷ পরে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায়৷ পূর্ব খাসি পার্বত্য জেলার পুলিশ সুপার এস নংতগার জানিয়েছেন, দুষ্কৃতীরা পুলিশ গাড়ি লক্ষ্য করে একটি পেট্রল বোমা ছুঁড়ে মারে৷ তবে উত্তেজনা থাকলেও স্পর্শকাতর সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷
গুজব, উস্কানি ছড়িয়ে হিংসা বাড়ানোর আশঙ্কায় যে সাত জেলায় মঙ্গলবার ইন্টারনেট পরিষেবায় স্থগিতাদেশ জারি করা হয়েছিল, তা আরও দুইদিনের জন্য বৃদ্ধি করা হয়েছে৷
আচমকা হিংসা ছড়িয়ে পড়ায় চরম আতঙ্কে মেঘালয়ে বসবাসকারী অজনজাতি মানুষ। এ দিকে, মেঘালয়ে অজনজাতিরা নিরাপত্তাহীনতায় বলে আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন জানিয়ে দিয়েছে, তাঁরা ওই রাজ্যে পেট্রল সহ কোনও পেট্রলিয়াম সামগ্রী পরিবহন করবেন না৷ এর পরই পেট্রল পাম্পগুলিতে তেল সংগ্রহের ধুম লেগে যায়৷