NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
মেঘালয়ের ভাষিক সংখ্যালঘুরা জোট বেঁধেছেন, জানুয়ারিতে দিল্লি ধরনা
ওয়েটুবরাক, ৪ নভেম্বর: শিলংয়ে ২৮ অক্টোবর অজনজাতিদের মারধর করার প্রতিবাদে মেঘালয় ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ ৯টি ভাষিক সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের নিয়ে জুম বৈঠক করে ঘটনার বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি করেছে। তাঁরা দিল্লিতে ধরনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ নিয়েছেন৷ তাঁরা বলেন, মেঘালয়ে এটা প্রথম ঘটনা নয়৷ ৪৫ বছর ধরে অজনজাতিদের অত্যাচার করা হচ্ছে৷ তাই আগামী ২৩ জানুয়ারি কেন্দ্র সরকার এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণে দল বেঁধে দিল্লিতে গিয়ে ধরনা প্রদর্শন করবেন৷
এ দিকে, মারধরের ঘটনা নিয়ে তিনটি এফআইআর দায়ের করেছে পুলিশ। তার ভিত্তিতেই ফেডারেশন অব খাসি, গারো, জয়ন্তীয়া পিপল (এফকেজিজেপি)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এলটন ক্লিফ ওয়ারজিরিকে জেরা করছে পুলিশ৷ বুধবারের পর বৃহস্পতিবারও তাকে ডেকে নিয়ে নানা প্রশ্ন করা হয়। ওয়ারজিরি অবশ্য ঘটনার দায় অস্বীকার করেন৷ দাবি করেন, মারধরের ঘটনায় তাঁর সংগঠনের সদস্যরা জড়িত ছিলেন না। মিছিলে মিশে থাকা মুখ ঢাকা সমাজবিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছে। সাধারণ সম্পাদক এলডি এন লিংডোকেও জেরা করা হয়েছে।