Barak UpdatesHappeningsBreaking News

মৃণাল পোদ্দার নেগেটিভ, উদ্বেগের কিছু নেই

২১ জুলাই: শিলচরের বিশিষ্ট প্রবীণ নাগরিক মৃণালকান্তি পোদ্দার সম্পূর্ণ সুস্থ৷ তিনি কোভিড টেস্ট করিয়েছিলেন বটে, এর রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁর শরীরে করোনাভাইরাসের কোনও ধরণের সংক্রমণ ঘটেনি৷ তাঁর ছেলে বিবেক পোদ্দার জানিয়েছেন, তিনি বাড়িতেই রয়েছেন৷

Rananuj

সোমবার রাতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ভিআরডিএল-এর যে তালিকা আমাদের হাতে এসেছিল, তাতে তাঁর নাম পজিটিভ হিসাবে উল্লেখ থাকায় ‘ওয়েটুবরাক’ অন্যান্যদের সঙ্গে তাঁর নামটিও উল্লেখ করে৷ পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারা যায়, মৃণালবাবু নেগেটিভ৷ এর রিপোর্টও তাঁর পরিবার এবং মেডিল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রয়েছে৷ ‘ওয়েটুবরাক’ কিছুক্ষণের মধ্যেই পজিটিভ তালিকা থেকে মৃণালবাবুর নাম সরিয়ে দেয়৷ কারণ পজিটিভ হলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁকে অ্যাম্বুলেন্স করে কোনও কোভিড ওয়ার্ডে  নিয়ে যাওয়া হতো৷ দ্বিতীয়ত, মেডিল্যান্ড হাসপাতালে এক রোগীর পজিটিভ হওয়ার সূত্রে ওই হাসপাতালে যাদের কোভিড টেস্ট করাতে হয়েছিল, তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে৷ এমনকী, আইসিইউ-তে যারা ওই রোগীর সরাসরি সংস্পর্শে ছিলেন, তাঁদেরও রিপোর্ট নেগেটিভ৷ ফলে স্পষ্ট,  কোথাও কোনও ত্রুটির দরুন তাঁর নাম ভুলক্রমে একবার পজিটিভ তালিকায় ঢুকে গিয়েছিল, পরবর্তী সময়ে তা শোধরে মেডিল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো হয়৷ জানানো হয় মৃণালবাবুর পরিবারকেও৷

কিন্তু এরই মধ্যে মৃণালবাবুর খবর নিতে অনেকে তাঁর পরিবারে ফোন করেন, ঘনিষ্ঠরা উদ্বিগ্ন হয়ে ওঠেন৷ স্বাভাবিক কারণেই পরিবারের সদস্যরা বিব্রত বোধ করেন৷ সে জন্য ‘ওয়েটুবরাক’ দুঃখিত৷ আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker