Barak UpdatesHappeningsBreaking News
মূল্যায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে করিমগঞ্জে এআইডিএসওর বিক্ষোভ
ওয়েটুবরাক, ৩ জুলাই: করোনা পরিস্থিতিতে বিকল্প মূল্যায়নের মাধ্যমে মেট্ৰিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলকে চাকরির ক্ষেত্ৰে বিবেচনা না করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ শনিবার এআইডিএসও করিমগঞ্জ জেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করে৷ তাঁরা দাবি তোলেন, করোনা পরিস্থিতির ফলাফলকে পূর্বের ফলাফলের মতোই সমান মৰ্যাদা দিতে হবে, ভৰ্তির সুযোগের মতো চাকরির ক্ষেত্ৰেও বিকল্প মূল্যায়নের ফলাফলকে সমান মূল্য দিতে হবে, বিকল্প মূল্যায়নের ফলাফলকে মূল্যহীন করে লক্ষ লক্ষ ছাত্ৰ-ছাত্ৰীকে গিনিপিগ বানানো চলবে না৷ আন্দোলনকারীদের প্রশ্ন, সিবিএসই-র বিকল্প মূল্যায়ন চাকরীর ক্ষেত্ৰে প্রযোজ্য হলে সেবা ও আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের ক্ষেত্রে নয় কেন?
এদিন সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল করে রবীন্দ্র মূর্তির পাদদেশে উপস্থিত হন সবাই। জেলা সভাপতি সুজিৎ কুমার পাল বলেন, রাজ্য সরকার সময়মতো মেট্ৰিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা অনুষ্ঠিত না করা এবং পরবর্তীতে করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা বাতিলের দায়দায়িত্ব ছাত্ৰ-ছাত্ৰীর উপর চাপিয়ে দিতে চাইছে। ‘এই মূল্যায়ণ চাকরির ক্ষেত্ৰে গ্ৰহণযোগ্য হবে না’, এই কথা বলে নিজেদের ঘোষণা করা ফলাফলের মৰ্যাদাকে নিজেরাই নস্যাৎ করে দিয়েছে। ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল সহ উচ্চ শিক্ষায় ভৰ্তির ক্ষেত্ৰে এই ফলাফল যদি বিবেচিত হয়, তাহলে আসাম সরকারের সাধারণ চাকরির জন্য তা বিবেচিত হবে না কেন ? তিনি বলেন যে সরকারের এই ঘোষণা ছাত্ৰ-ছাত্ৰীদের উপর প্ৰচণ্ড মানসিক চাপ সৃষ্টি করবে।