India & World UpdatesHappeningsBreaking News
মুর্শিদাবাদের ঘটনার পর পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছে কেন্দ্র

ওয়েটুবরাক, ১৪ এপ্রিল: মুর্শিদাবাদের অশান্তির ঘটনার পর উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। অতিরিক্ত আধা সেনাও পাঠিয়ে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, তাতে ওই হামলার পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের দিকেই আঙুল উঠেছে। যারা মুর্শিদাবাদের জঙ্গিপুর-সহ বিস্তীর্ণ এলাকায় খোলা সীমান্তের সুযোগ নিয়ে এ দেশে এসে আন্দোলনকারীদের ভিড়ে মিশে হামলা চালায়।
গোয়েন্দাদের আঙুল উঠেছে শাসক দলের কিছু নেতার দিকেও। মূলত যাদের নির্দেশে ওই বহিরাগতরা এসেছিল, পরে এক সময়ে ওই বহিরাগতদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তাঁরা। ফলে হামলার শিকার হয়েছে একাধিক তৃণমূল নেতার বাড়ি-গাড়ি। কেন্দ্র সে দিনের হামলার ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে।
জঙ্গিপুর, ধুলিয়ান থেকে যে ভাবে কিছু হিন্দু পালিয়ে মালদা গিয়েছেন তাও উদ্বেগে রেখেছে কেন্দ্রকে। পরিস্থিতি শান্ত হলেই আশ্রয় শিবির থেকে প্রশাসনের সাহায্যে তাদের নিজেদের ভিটেয় ফেরানো হোক, এমনটাই চাইছে নয়াদিল্লি।
এ দিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, ‘‘বাংলাদেশে ইউনূস সরকারের ক্ষমতাদখলের সময়ে এ ভাবেই হিন্দুদের গ্রামে হামলা চালানো হয়েছিল। ঠিক একই কায়দায় এখানেও হামলা চালানো হয়েছে। তৃণমূল শাসনে হিন্দুরা যে সুরক্ষিত নয় তা ফের প্রমাণ হয়ে গিয়েছে।’’ জঙ্গিপুরের মতো গোটা রাজ্যেই তৃণমূল শাসনে হিন্দুরা নিরাপদ নন, এমন প্রচারে নামার পরিকল্পনা নিয়েছেন তাঁরা।