Barak UpdatesHappeningsBreaking News

ডলুতে মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যেই আওয়াজ, চেক চাই না, বাগান চাই

ওয়েটুবরাক, ২৯ নভেম্বরঃ ক্যাবিনেট বৈঠকের পরে শিলচরে সাংবাদিক সম্মেলনে কল্পতরু হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে সিভিল হাসপাতালকে তিনশো শয্যায় উন্নীত করার জন্য স্মারকপত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। হিমন্তের ১৪৬ কোটি টাকা বরাদ্দ ঘোষণার পর তাদের কর্মসূচি বাতিল করতে হয়। বেতুকান্দি বাঁধ নির্মাণ, ফ্লাইওভার, করিমগঞ্জ মেডিক্যাল কলেজ, চাকরি বঞ্চনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তৈরি রেখেছিলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সে সব অবান্তর হয়ে যায়।

Rananuj

কিন্তু হিমন্তকে ধাক্কা খেতে হয় ডলু চা বাগানে গিয়ে। নতুন বিমানবন্দর নির্মাণের জন্য ডলু চা বাগানের ২৫০০ বিঘা চা গাছ উপড়ে ফেলার প্রেক্ষিতে শ্রমিকদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে তিনি মঙ্গলবার বিকালে ডলু বাগানে যান তিনি। চারজনকে আনুষ্ঠানিক ভাবে চেক প্রদান করেন। বাকি ১২৯২ জনের চেক সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাদের মধ্যে ১২৬৩ জন স্থায়ী শ্রমিক। ক্যাজুয়েলদের মধ্যে চেক দেওয়া হয়েছে ৩৩ জনকে।

কিন্তু হিমন্ত বক্তৃতা করতে উঠতেই মহিলারা আওয়াজ তোলেন, “আমাদের চেক চাই না। আমাদের বাগান লাগে। চোদ্দগোষ্ঠীর বাগান ছেড়ে এক লক্ষ টাকা নিয়ে আমরা কী করব?”

হইচইয়ের দরুন মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতা সংক্ষেপ করেই চলে আসেন। অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে তিনি যে দ্রুত সেখান থেকে কেটে পড়তে চাইছিলেন, তাঁর চলনে-বলনে স্পষ্ট ধরা পড়ে। মঞ্চ থেকে নেমেই দুই-তিনজনের সঙ্গে হাত মিলিয়ে ঢুকে পড়েন নিজের গাড়িতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker