NE UpdatesAnalyticsBreaking News
কলাক্ষেত্রে মিয়াদের দুএকটি সম্পদ রাখা দরকার, বিস্ফোরক শেরমান
২৭ অক্টোবর : মিয়া মিউজিয়াম নিয়ে পুনরায় বিতর্কিত মন্তব্য করলেন শেরমান আলি আহমেদ। তিনি বলেন, মিয়া মিউজিয়াম সম্পর্কে গ্রেফতার হওয়া আব্দুল বাতেন, মহর আলি ও গিয়াসুদ্দিনের নাম আসামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মিয়া মিউজিয়ামের সমর্থনই শুধু নয়, শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে মিয়াদের দু-একটি সম্পদ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন এই বিতর্কিত বিধায়ক।
এখানেই চুপ না থেকে বরং একধাপ উপরে উঠে শেরমান আলি আরও বলেন, কেবল কলাক্ষেত্রেই নয়, ২৬ জানুয়ারি প্যারেডেও মিয়া সংস্কৃতিকে তুলে ধরতে হবে। মিয়া সম্পর্কে খারাপ কিছু বললে এক্সার মন বিষিয়ে উঠে, তিনিই প্রকৃত মিয়া। যারা গ্রেফতার হয়েছেন, তাদের নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান।