NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জেসি বিজনেস গ্রুপের ৫ লক্ষ

৫ জুন : করোনা মোকাবিলায় রাজ্য সরকারকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই আবেদনে সাড়া জানাচ্ছেন রাজ্যের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এ বার এগিয়ে এলেন শিলচরের জেসি বিজনেস গ্রুপের কর্ণধার গোপেন্দু চৌধুরী। জেসির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা সহায়তা করা হয়েছে। শুক্রবার জেসির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন অরূপ চৌধুরী। এ দিন চেক তুলে দেওয়ার সময় শিলচরের সাংসদ রাজদীপ রায় ও দলের বিশিষ্ট কর্মকর্তা মিঠুন রায় উপস্থিত ছিলেন।

Rananuj

প্রসঙ্গত, জেসি বিজনেস গ্রুপ এর আগেও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিল। একাধিক দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করা ও বিভিন্ন ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠান। অরূপ জানান, এর আগেও আসাম লিকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker