Barak UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রীর তোপের মুখে মিহিরকান্তি, পিএ আটক, পরে মুক্ত
ওয়েটুবরাক, ৪ জানুয়ারি: পিএ-কে বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তোপের মুখে পড়েছেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। বৃহস্পতিবার বিধায়কদের কাজকর্মের পর্যালোচনায় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সাংসদগণ এবং একাংশ দলীয় নেতা। এক এক করে রিপোর্ট কার্ড শুনতে নাম আসে মিহিরকান্তির। মুখ্যমন্ত্রী তাঁকে তাঁর পিএ-র ঔদ্ধত্যপূর্ণ আচরণের ব্যাপারে সতর্ক করে দেন। তিনি বলেন, পিএ বিপ্রজিৎ ঘোষ মানুষের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করেন। মানুষ বিধায়কের সঙ্গে কথা বলতে চাইলে তিনি তাঁদের সঙ্গে উচ্চবাচ্য করেন। মিহিরকান্তি বিপ্রজিতের পক্ষে নানা যুক্তি দেখাতে চাইলে হিমন্ত প্রচণ্ড ক্ষিপ্ত হন।
তিনি পুলিশ সুপারকে ফোন করে লাউডস্পিকারে শোনান বিপ্রজিতের বিরুদ্ধে হরেক অভিযোগের কথা। এর মধ্যে অন্যতম হলো, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক তিনি। মুখ্যমন্ত্রী অন্য বিধায়কদেরও পিএদের সম্পর্কে সতর্ক করে দেন।
এই বৈঠকের পর গুয়াহাটির হোটেল থেকে বিপ্রজিতকে আটক করে দিসপুর পুলিশ। বেশ কয়েক ঘণ্টা তাকে থানায় বসিয়ে রাখা হয়। পরে অবশ্য রাতেই তাকে যেতে দেওয়া হয়।