Barak Updates

দুঃস্থদের খাবারের ব্যবস্থা করে সদস্যের জন্মদিন পালন লায়ন্স শিলচর গ্রেটারের
Lions Club of Silchar Greater celebrates birthday of its members by distributing food among the poor

১৪ সেপ্টেম্বর : এক অভিনব উদ্যোগ নিয়ে জন্মদিন পালন। লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সদস্য রোহিত পালের জন্মদিন পালিত হল দুশ গরিব, দুঃস্থ মানুষকে খাবারের ব্যবস্থা করে। ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় শিলচর রেলস্টেশন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই খাবারের খরচ বহন করেন ‘বার্থ ডে বয়’ রোহিত নিজেই। লায়ন্স ক্লাবের ‘ফিড দ্য হাংগার’ প্রকল্পের আওতায় গরিব ক্ষুধার্তদের জন্য যখনই সম্ভব, তখনই আহারের জোগান দেওয়া যায়। এই কর্মসূচিও তারই অঙ্গ।

Rananuj

এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি, সম্পাদক অনুপ দত্ত সহ অন্যরা। এ ব্যাপারে সভাপতি বলেন, রোজকার ব্যস্ততার মধ্যে মানুষ সমাজের জন্য ততটা সময় দিতে পারেন না। কিন্তু এর মধ্যে যতটুকু সময় পাওয়া যায়, তার মধ্য থেকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় লায়ন্স ক্লাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker