NE UpdatesAnalyticsBreaking News
মুক্তি দেব চৌধুরীর প্রথম প্রয়াণ দিবসে কটনে বক্তৃতা অনুষ্ঠান
গুয়াহাটি, ২২ আগস্ট ঃ কটন কলেজের (বর্তমান বিশ্ববিদ্যালয়) প্রাক্তন অধ্যক্ষা তথা কটনের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান, বিশিষ্ট সাহিত্যিক ড. মুক্তি দেব চৌধুরীর পুণ্য স্মৃতিতে তাঁর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে এক বিশেষ বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ২৭ আগস্ট কটন বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যমণ্ডিত সুডমার্সেন হলে সন্ধ্যে সাড়ে ৫টায় এই বক্তৃতা দেবেন অসমের যশস্বী লেখক চিন্তাবিদ ময়ূর বরা। আলোচনার বিষয়, “অসমিয়া-বাঙালি সম্পর্ক : সাহিত্যিক-সাংস্কৃতিক-সামাজিক ইতিবাচক উদ্ভাস”।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে শিক্ষামন্ত্রী ডাঃ রনোজ পেগুকে। অনুষ্ঠানে প্রয়াত ড° মুক্তি দেব চৌধুরীর প্রিয় গানগুলো পরিবেশন করা হবে। অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে বাংলা সাহিত্য সভা অসম। অনুষ্ঠানে প্রয়াত মুক্তি দেব চৌধুরীর সান্নিধ্যধন্য ও প্রীতিমুগ্ধ গুণগ্রাহী সকলের উষ্ণ উপস্থিতি প্রার্থনা করেছেন কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান তথা বাংলা সাহিত্য সভা অসম-এর রাজ্য সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী, বাংলা সাহিত্য সভা অসম-এর রাজ্য সভাপতি খগেনচন্দ্র দাস এবং পরিবারের পক্ষে পুত্র শঙ্খদীপ চৌধুরী।