NE UpdatesBarak UpdatesHappenings
মিজোরাম সীমান্তে আরও দুই বিস্ফোরণ, মিজোদের সতর্ক করলেন ডিজিপি মহন্ত
ওয়েটুবরাক, ১১ জুলাইঃ শনিবার বিকেলে এডিজিপি, ডিসি, এসপির উপস্থিতিতে কাছাড় জেলার আসাম-মিজোরাম সীমান্তে বিস্ফোরণ ঘটানোর পর রাতে একই ধরনের আরও দুটি শব্দ শুনতে পান সীমান্ত এলাকার মানুষ। তবে কোথাও কোনও হতাহতের খবর নেই। পরপর বিস্ফোরণের ঘটনায় খুলিছড়া, ধলাখাল প্রভৃতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খুলিছড়া এলাকাতেই আসামের সাড়ে ছয় কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল মিজোরা।
এলাকাবাসী জানিয়েছেন, শনিবার রাত ২টা ৪০ মিনিটে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল। এর তিন মিনিট পর ফের একই ধরনের আওয়াজ। পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বলকার জানিয়েছেন, পদস্থ পুলিশ অফিসাররা সেখানে মোতায়েন রয়েছেন। শনিবার যে বেদখল জমি উদ্ধার করা হয়েছে, সেখানে যাতে মিজোরা ফের আসতে না পারে, সে দিকে পুলিশ লক্ষ্য রেখে চলেছে।
এ দিকে ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত মিজোদের সতর্ক করে দিয়েছেন, আসাম পুলিশ শান্তির লক্ষ্যে চুপচাপ রয়েছে৷ তাই বলে তারা যেন সাধারণ মানুষ বা সরকারি কর্মীদের কাজে কোনও ধরনের বাধাদানের চেষ্টা না করে৷ কোনও স্কুলে যেন বোমানিক্ষেপ না করে৷ রাজ্যের সীমান্ত সুরক্ষায় বনবিভাগ এবং জেলা প্রশাসনের পাশে কাছাড় পুলিশ যে রয়েছে, তিনি তা স্পষ্ট করে মিজোদের জানিয়ে দেন৷
While we display great restraint on ground, I request our Mizo brethren not to attack people or officials or bomb schools and such in Assam.@assampolice stands to help the Forest and District Authorities protect the constitutional boundaries of the state.
— DGP Assam (@DGPAssamPolice) July 11, 2021