NE UpdatesHappeningsBreaking News
মিজোরামে লাই এডিসিতে দুর্নীতি, সিইএম-কে চার বছরের কারাদণ্ড
ওয়েটুবরাক, ২৩ জানুয়ারি : মিজোরামে চাকমা স্বশাসিত পরিষদের রাজনীতিকদের কারাদণ্ড ঘোষণার পর সোমবার লাই স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্যকে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করল আইজলের দুর্নীতি নিবারক বিশেষ আদালত৷ ৬৫ বছর বয়সি মুখ্য কার্যনির্বাহী সদস্য ভি জিরসাঙ্গাকে চার লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে৷ পৃথক দুই ধারায় চার বছর করে কারাবাস এবং দুই লক্ষ টাকা করে জরিমানা করা হলেও বিচারপতি এইচটিসি লালরিনসানা তাঁর রায়ে জানান, কারাদণ্ড দুটো একই সঙ্গে চলবে৷
তাঁর সঙ্গে আরও তিনজনকে বিভিন্ন মেয়াদের জন্য জেলে যেতে হচ্ছে৷ তাঁদের মধ্যে লংতলাই জেলা মিডিল স্কুল শিক্ষক সংস্থার সচিব সি লালসিওইলিয়ানাকে জিরসাঙ্গার সমান শাস্তি প্রদান করা হয়েছে৷ অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক ৮৩ বছর বয়সি লালদুনাসিনজাকে তিন বছরের কারাদণ্ড ও ছয় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে বিশেষ আদালত৷ ১ কোটি ৩৩ লক্ষ টাকার দুর্নীতিতে চার অপরাধীর মধ্যে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে শিক্ষক এনসি মুয়ানকিমাকে৷ তিনি তখন ছিলেন শিক্ষক সংস্থার সভাপতি৷ তাঁকে পাঁচ বছরের জন্য জেলে যেতে হয়েছে৷ সঙ্গে ছয় লক্ষ টাকা জরিমানা৷