NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মিজোরামে করোনা বাড়ছে, উদ্বেগে কাছাড়
ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর : গত ৩ সেপ্টেম্বর মিজোরামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮৮০ জন। এক সপ্তাহ পর ১০ তারিখে করোনায় আক্রান্তের নতুন রোগীর সংখ্যা ১০৫৫। মিজোরাম স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত এক সপ্তাহে গড়ে দৈনিক সংক্রমিত হয়েছেন ১০০৫ জন। তাদের প্রায় ২০ শতাংশ শিশু। এই পরিসংখ্যান প্রতিবেশী অসমের কাছাড়ের জেলাকেও চিন্তিত করে তুলেছে। উদ্বেগে কাছাড়ের সাধারণ মানুষ৷
স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা বিমলজ্যোতি দেব শিকদার জানিয়েছেন, গত জুলাইয়ে দুই রাজ্যের সীমায় উত্তেজনার প্রেক্ষিতে খুব কড়াকড়ি কিছু করা সম্ভব হচ্ছে না। তাতে ভিন্ন বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগের মতো গেট বেঁধে ও-পার থেকে আসা সকল যাত্রীর কোভিড টেস্ট করার বদলে ধলাই হাসপাতালের সামনে অনেকের নমুনা পরীক্ষা করা হচ্ছে। শিকদার জানান, মিজোরাম সীমা সংলগ্ন গ্রামবাসীদের দ্রুত কোভিডের প্রতিষেধক প্রদানেই তাঁরা এখন বেশি গুরুত্ব দিচ্ছেন। তাদের জন্য অতিরিক্ত ভ্যাকসিন বরাদ্দ করা হচ্ছে, গ্রামবাসীর মধ্যে করোনা সচেতনতায়ও কাজ চলছে৷
অন্যদিকে, শিলচর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছেন। মিজোরামের দিকে চোখ রেখে আইসিইউ-র সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন-পুরনো মিলিয়ে ৩০০ শয্যার আইসিইউ তৈরি রয়েছে। আরও ৪০ শয্যার জন্য অর্থ দেবে কোল ইন্ডিয়া লিমিটেড। এক লক্ষ লিটার অক্সিজেনেরও মজুত ভাণ্ডার গড়া হচ্ছে। উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বাবুল বেজবরুয়া৷