NE UpdatesHappeningsBreaking News
মায়ান্মার থেকে আসা জঙ্গিদলের ১০ সদস্যও কোয়ারেন্টাইনে
১৭ মে : এনডিএফবি(এস) গোষ্ঠী ও কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ কেএলও-র ১০ সদস্যকে শুক্রবার কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মায়ান্মার থেকে আসার পর গুয়াহাটির এক হোটেলে তাঁদের কোয়ারেন্টাইন করা হয়। এনডিএফবি(এস) ও কেএলও-র ১০ সদস্য ছাড়াও মণিপুরের জঙ্গি সংগঠনের অন্য ১২ সদস্যকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার রাতে গুয়াহাটি নিয়ে আসা হয়। মায়ান্মার সরকার এই ২২ সদস্যকে ভারতের হাতে তুলে দিয়েছে।
এক নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, এই ২২ জনের সোয়াব স্যাম্পল সংগ্রহ করা হয়েছে এবং তাদের আসার পরই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সূত্রটি বলেছে, কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর তাদের কী করা হবে, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তারা কী হিসেবে এসেছে, তার ওপরই নির্ভর করছে তাদের পরিণাম কী হবে। যদি তারা আত্মসমর্পণ করতে আসে, তবে তাদের সঙ্গে এক ধরনের ব্যবহার করা হবে। কিন্তু তারা সক্রিয় ক্যাডার হলে তাদের বিষয়টি অন্যভাবে দেখা হবে।