NE UpdatesHappeningsBreaking News
মাধ্যমিকের সেরা পাঁচে নেই বরাক
ওয়েটুবরাক, ২০ এপ্রিল : ২০২৪ সালের অনুষ্ঠিত সর্বশেষ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ করেনি সেবা৷৷ তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাঁচজনের নাম ঘোষণা করেছে৷ তাদের মধ্যে বরাক উপত্যকার কেউ নেই ৷
প্রথম স্থানাধিকারী যোরহাটের প্রজ্ঞা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অনুরাগ দলৈ৷ তার প্রাপ্ত নম্বর ৫৯৩ ৷ গর্বিত পিতা সুরেশ চন্দ্র দলৈ জানান, অনুরাগ খেলাধূলায় অত্যন্ত আগ্রহী৷ মোবাইলেও তার যথেষ্ট আগ্রহ৷ তাই বলে পড়াশোনার সঙ্গে যে কোনও ধরনের আপস করেনি সে, ফলাফলে তা প্রমাণ করে দিয়েছে। ৫৯০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিশ্বনাথ চারিয়ালির শংকরদেব শিশু বিদ্যানিকেতনের ঝর্না শইকিয়া৷ তৃতীয় স্থান অধিকার করেছে তিনজন ৷ মাজুলি কমলাবাড়ির আইল্যান্ড অ্যাকাডেমির মানসপ্রতিম শইকিয়া, নগাঁও রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দেবশ্রী কাশ্যপ এবং বরপেটার স্টেলামেরি স্কুলের বেদান্ত চৌধুরী৷ তাদের তিনজনেরই প্রাপ্ত নম্বর ৫৮৮৷