India & World UpdatesHappeningsBreaking News
মাত্রাতিরিক্ত দূষণ ! গ্রেটার নয়ডায় অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে
৩ নভেম্বর : দিল্লি ও লাগোয়া এলাকায় মাত্রা ছাড়া দূষণের কারণে অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনের পক্ষ থেকে৷ এনসিআর অর্থাৎ রাজধানী এলাকায় মাত্রাছাড়া দূষণের জন্য নয়ডা ও গ্রেটার নয়ডায় অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাস আগামী ৮ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে অনলাইনে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷
বুধবার সামান্য উন্নতি হলেও বৃহস্পতিবার ফের ‘গুরুতর’ অবস্থায় পৌঁছে যায় দিল্লির পরিবেশ দূষণের মাত্রা। দিল্লি এবং তার আশেপাশের এলাকায় আকাশে জমে রয়েছে ধোঁয়াশার পুরু স্তর। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা বায়ুর গুণমান সূচক এখন ৪২৬-এ। গাড়ির ধোঁয়া এবং পার্শ্ববর্তী রাজ্যে ফসল পোড়ানোর কারণে দিল্লির বাতাসে দূষণের পরিমাণ এতটা বেড়ে গিয়েছে। প্রতিকূল আবহাওয়াও রাজধানীতে দূষণের অন্যতম কারণ।
এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪০১ এবং ৫০০-র মধ্যে থাকলে তাকে গুরুতর হিসাবে চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিষাক্ত বাতাসের সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে (বিশেষ করে সকালের সময়) গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।