India & World UpdatesHappeningsBreaking News
মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির
ওয়েটুবরাক, ৯ নভেম্বর : টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদপদ বাতিলের সুপারিশ করল সংসদের এথিক্স কমিটি। টাকার বিনিময়ে আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে ৫০০ পাতার রিপোর্ট তৈরি করেছে কমিটি। ওই রিপোর্টেই স্পিকার ওম বিড়লার কাছে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করছে কমিটি।
আজ বৃহস্পতিবার কমিটি ফের বৈঠক বসবে। তার আগেই কমিটির ওই খসড়া রিপোর্ট সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, অবিলম্বে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা উচিত। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা জরুরি বলেও জানিয়েছে নীতি কমিটি। রিপোর্টে মহুয়ার কার্যকলাপকে অনৈতিক, অপরাধমূলক এবং কদর্য বলে উল্লেখ করা হয়েছে।
ওই খসড়া রিপোর্টে বলা হয়েছে, মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী দর্শন হীরানন্দানির মধ্যে যে টাকার লেনদেনের হদিশ মিলেছে, তাকে বেআইনি লেনদেন বলে গণ্য করা উচিত। কেন্দ্র সরকারের উচিত, এ বিষয়টি নিয়ে আইনি পথে তদন্ত চালানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করা।
আসন্ন শীতকালীন অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সংসদের এথিক্স কমিটি ওই সুপারিশপত্র জমা দেবে। এর পরে বিষয়টি নিয়ে আলোচনা আর ভোটাভুটি হবে। তার পরই মহুয়া মৈত্রর সাংসদপদ থাকবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত হবে। যদিও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংবাদ মাধ্যমের সামনে বলেন, “এমনটা যে হতে চলেছে, প্রথম থেকেই জানা ছিল।”