Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

মহীশাসনের ও পারে রেল যোগাযোগের কাজ চলছে ঢিমেতালে, সরেজমিনে পরিদর্শন করলেন পরিষদ কর্তা

ওয়েটুবরাক, ২৬ ফেব্রুয়ারি : করিমগঞ্জের মহীশাসন হয়ে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগে ভারতের অংশে কাজ ঠিকঠাক এগোলেও বাংলাদেশে কাজ চলছে একেবারে ঢিমেতালে৷ এ ব্যাপারে গভীর দুশ্চিন্তায় নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ৷ সে জন্য এক সদস্যের এক প্রতিনিধি দলকে তাঁরা বাংলাদেশে পাঠান৷ সংগঠনের কার্যবাহী সভাপতি মলয় ভট্টাচার্য ওই রুটের শেষ রেলস্টেশন শাহবাজপুর পর্যন্ত ঘুরে আসেন৷ কথা বলেন বিভাগীয় আধিকারিক, ঠিকাদার এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও৷ শিলচরে ফিরে এসে রবিবার তিনি সাংবাদিকদের জানান, একই ঠিকাদার সংস্থা কালিন্দী কনস্ট্রাকশন দুই পারে কাজ করছে৷ তাহলে ওই পারে কেন কাজ এগোচ্ছে না, সন্তোষজনক কোনও জবাব কারও কাছে মেলেনি৷ খোদ ঠিকাদার সংস্থা ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে৷ ফলে অগ্রগতিটা অনুমান করা কঠিন নয় বলে মন্তব্য করেন মলয়বাবু৷

এ ব্যাপারে এই অঞ্চলের জনপ্রতিনিধিদের কাছে পরিষদের আর্জি, তাঁরা যেন উপযুক্ত স্তরে দ্রুত কাজ শেষের জন্য চাপ সৃষ্টি করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker