India & World UpdatesHappeningsBreaking News
মহিলা শ্রমিক : অর্থনীতিতে নোবেল ক্লদিয়া গোল্ডিনের
ওয়েটুবরাক, ১০ অক্টোবর : অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন অধ্যাপক ক্লদিয়া গোল্ডিন। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস, স্টকহোম, সোমবার অর্থনৈতিক বিজ্ঞান ২০২৩-এর নোবেলজয়ীর নাম ঘোষণা করেছে। মহিলা শ্রমিকদের অবদান এবং এ সম্পর্কে নতুন দিশা দেখানোর জন্যই তাঁর পুরস্কার জয়।
“গোল্ডিন মহিলাদের উপার্জন এবং শ্রমে তাদের অবদান নিয়ে তাঁর গবেষণায় বিশদ বিবরণ দিয়েছেন। সেইসঙ্গে লিঙ্গবৈষম্যের প্রধান দিকগুলিও ব্যাখ্যা করেন,” জানায় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।
১৯৪৬ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন ক্লদিয়া গোল্ডিন। ১৯৭২ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে কেমব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।