Barak UpdatesHappeningsBreaking News
মহা জনসম্পর্ক অভিযানে দলের প্রবীণ কর্মকর্তাদের সম্মান জানালেন দীপায়ন
ওয়ে টু বরাক, ১০ জুন ঃ বিজেপির মহা জনসম্পর্ক অভিযান কার্যসূচির অন্তর্গত বরিষ্ঠ কার্যকর্তা সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়। এ দিন বিকেলে শহরের এক অভিজাত হোটেলে প্রায় পাঁচশ’ বলিষ্ঠ কার্যকর্তাকে সম্মান জানানো হয়। মূলত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, অনেক পুরনো কর্মীদের কষ্ট ত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ বিজেপির সরকার এসেছে। অতীতে প্রতিকূল পরিস্থিতিতে যারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের অবদানের কথা তুলে ধরেন দীপায়ন। অনেক কষ্ট সহ্য করে দলের ভিতকে মজবুত করার পেছনে যারা ছিলেন, তাদের একাংশকে আজ সম্মান জানাতে পেরে সন্তুষ্টি ব্যক্ত করেন বিধায়ক।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি উদয় শংকর গোস্বামী। তিনিও বক্তব্য রাখতে গিয়ে অতীতের অনেক প্রতিকূল পরিস্থিতির কথা তুলে ধরেন। এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা সভাপতি বিমলেন্দু রায়, বরিষ্ঠ কার্যকর্তা নিত্যভূষণ দে প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন কার্যসূচির কনভেনার রামকৃষ্ণ পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা চক্রের চার মণ্ডলের সভাপতিরা। অতীতে বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন মণ্ডলের বরিষ্ঠ কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অনেক সিনিয়র কর্মকর্তা।