NE UpdatesHappeningsBreaking News

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ জাস্টিস অকিল কুরেশির
Justice Akil Qureshi takes oath as Chief Justice of Tripura High Court

১৭ নভেম্বর : ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জাস্টিস অকিল আব্দুল হামিদ কুরেশি। রাজ্যপাল রমেশ বাইস তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। পুরনো রাজভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার সকাল এগারোটায় জাস্টিস অকিল কুরেশি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, আইনমন্ত্রী রতনলাল নাথ, কৃষিমন্ত্রী প্রণজিত্‍ সিংহরায়, রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিএসএফ, আসাম রাইফেলস-এর পদাধিকারীরা।

ত্রিপুরা হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস কুরেশি শপথ নিলেন। তিনি বোম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জাস্টিস কুরেশি। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পরিবারের সদস্য সহ মোট ৩৬ জন ত্রিপুরায় আসেন। তাঁদের মধ্যে ৮ জন বোম্বে এবং গুজরাট হাইকোর্টের বিচারপতি। এ দিন তিনি শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী-সহ তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

সোমবার সকাল দশটায় তাঁকে ত্রিপুরা হাইকোর্টে গার্ড অব অনার দেওয়া হবে। ওইদিন থেকেই তিনি কাজ শুরু করবেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker