NE UpdatesBarak UpdatesHappenings
মহাসড়ক: বুধবার শিলচরে নাগরিক ধরনা
২১ ডিসেম্বর: শিলচর-সৌরাষ্ট্র মহাসড়ক আজও স্বপ্নের ঘোরে৷ যে সড়কে সোজা মোদির রাজ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেই রাস্তা ধরে হাফলঙে যাওয়াই কষ্টকর৷ দ্রুত মহাসড়ক প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ২৩ ডিসেম্বর, বুধবার শিলচরে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্নায় বসবে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ৷ দুই ঘণ্টার ধরনা শুরু হবে বেলা ১১টায়৷ তাতে উপস্থিত থেকে মহাসড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে সরব হতে আহ্বান জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত৷
তিনি বলেন, প্রকৃতই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল এই শিলচর-সৌরাষ্ট্র মহাসড়ক৷ সে জন্য তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে মহাসড়কের জিরো পয়েন্টে বাজপেয়ীর মূর্তি বসানো হবে, ভাল কথা৷ কিন্তু তাঁর স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন না করে মূর্তি বসানোটা কি বাজপেয়ীর প্রতি সম্মান প্রদর্শন না কি অসম্মান, প্রশ্ন তোলেন হরিদাসবাবু৷ তাঁর কথায়, ২০০৪ সাল থেকে দেড় দশকেও প্রকল্পটি শেষ করা গেল না, এ বড় লজ্জার কথা৷ তাই যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ শেষ করার আর্জি জানান তিনি৷