NE UpdatesBarak UpdatesHappenings
মহাষ্টমী থেকে শিয়ালদহ-শিলচর ফেস্টিভ স্পেশাল, চলবে আগরতলা-শিয়ালদহও
২০ অক্টোবরঃ আরও দুটি ফেস্টিভ স্পেশাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। শিলচর-শিয়ালদহ এবং আগরতলা-শিয়ালদহ। ট্রেন দুটিই আগামী ২৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলাচল করবে। ০৩১৭৫/০৩১৭৬ শিলচর ও শিয়ালদহের মধ্যে চলাচলকারী ট্রেনদুটি দুই দিক থেকেই সোম, বুধ ও শনিবারে যাত্রা করবে। ২৪ অক্টোবর সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম ট্রেনটি শিয়ালদহ রওয়ানা দিলেও শিলচর থেকে প্রথম ট্রেন যাবে ২৬ অক্টোবর সকাল ১০টা ৪৫ মিনিটে। এর পর সূচি মেনে এই সময়েই ট্রেনদুটি চলাচল করবে। রঙিয়া, নিউ কোচবিহার, বরসই, রামপুর হাট ও বোলপুর হয়ে শিলচরের ট্রেন পরদিন রাত ৭টা ২৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। একইভাবে শিয়ালদহের ট্রেনটি শিলচরে এসে পৌঁছাবে পরদিন বিকেল সওয়া ৪টায়।
আগরতলা ও শিয়ালদহের মধ্যে চলাচলকারী ০৩১৭৩/০৩১৭৪ ট্রেন সপ্তাহে চারদিন চলাচল করবে। ২৫ অক্টোবর থেকে শিয়ালদহ ছাড়বে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবারে। সকাল ৬টা ৩৫ মিনিটে। অন্যদিকে ২৭ অক্টোবর থেকে আগরতলা ছাড়বে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবারে। ভোর ৫টা ৫৫ মিনিটে।