Barak UpdatesHappeningsBreaking News
মহালয়ার সকালে নানা কর্মসূচিতে বিবেকানন্দ কেন্দ্র করিমগঞ্জ
১৭ সেপ্টেম্বর: মহালয়ার পুণ্যলগ্নে করিমগঞ্জে রথীন্দ্র ভট্টাচার্য স্মরণানুষ্ঠান করলো বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। শহরের শম্ভুসাগর পার্কের বিপরীতে অস্থায়ী মঞ্চে বরাক উপত্যকার অন্যতম সমাজকর্মী রথীন্দ্র ভট্টাচার্যকে স্মরণ করা হয় । প্রথমে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ কলেজের অধ্যক্ষা জয়শ্রী চক্রবর্তী। সঙ্গে শ্রদ্ধা জানান বিবেকানন্দ কেন্দ্রের পক্ষে গৌতম দেব, বিষ্ণুপদ নাগ, অরূপ রায়, বিভাস দাস প্রমুখ। শ্রদ্ধা জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কংগ্রেসের শুভঙ্কর দাস, বিজেপির অজয় ভট্টাচার্য, রোটারি ক্লাব বর্ডার ল্যান্ডের সভাপতি দীপক দাস, শিক্ষক গৌতম চক্রবর্তী প্রমুখ ।
এ দিকে, মহালয়ার সকালে স্বামী বিবেকানন্দের বই ও ছবি প্রদর্শনেরও আয়োজন করে বিবেকানন্দ কেন্দ্র৷ সঙ্গে মহালয়ার সকালে ঘর থেকে বেরিয়ে আসা দর্শনার্থীদের পানীয় জল , চা, চকলেটও বিতরণ করা হয়৷। এলাকার বিশিষ্ট শিল্পীরা আগমনী উপলক্ষে সেখানে পর পর কয়েকটি সংগীত পরিবেশন করেন । পুস্তক বিভাগ পরিচালনা করেন সুচন্দনা সরকার, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিষ্ণুপদ নাগ । শিল্পীরা হলেন কাকলি দেব ভট্টাচার্য , সোনালী আচার্য, শ্রাবণী পাল ,দেবার্জুন পাল প্রমুখ ।