Barak UpdatesHappenings
মহানবমীতে মন বাঁধতে পারেননি শিলচরবাসী
২৫ অক্টোবর: আবহাওয়ার পূর্বাভাস ও আকাশের মুখভার দেখে সবাই নিশ্চিত ছিলেন, মহাষ্টমী পর্যন্ত সবাইকে ঘরবন্দি থাকতে হবে৷ নবমীতেও আকাশ কতটা পরিচ্ছন্ন হবে, সংশয় কাটছিল না৷ স্বাস্থ্যকর্তা এবং প্রশাসনিক অফিসাররা স্বস্তিবোধ করছিলেন৷ প্রাকৃতিক কারণে মানুষ বাড়ি থেকে না বেরোলে করোনা সংক্রণের আশঙ্কাও কম৷ কিন্তু মহাসপ্তমী পেরোতেই আকাশ ধীরে ধীরে হাসি ছড়াতে থাকে৷ মহাষ্টমীর বিকালে করোনা ও বৃষ্টি নামার আশঙ্কায় অধিকাংশ মানুষ বাড়িতেই কাটিয়ে দেন৷ কিন্তু মহানবমীতে সকাল থেকেই আকাশ পরিষ্কার৷ তাই শিলচরের বিভিন্ন বয়সের মানুষ করোনা আতঙ্ক পাশে সরিয়ে বেরিয়ে পড়েন তাঁরা, এই মণ্ডপ থেকে ওই মণ্ডপে ঘুরে বেড়ান৷ রাত ১০টায় মণ্ডপ বন্ধের সরকারি নির্দেশ থাকলেও দর্শনার্থীদের উপস্থিতির দরুন অনেক মণ্ডপই বহুরাত পর্যন্ত খুলে রাখতে হয়৷