Barak UpdatesHappeningsBreaking News
মহর্ষি মহেশ যোগীর জন্মদিন পালন শিলচরে
ওয়েটুবরাক, ১৩ জানুয়ারি : বুধবার এক ভাবগম্ভীর পরিবেশে মহর্ষি মহেশ যোগীর ১০৪-তম জন্ম জয়ন্তী উপলক্ষে জ্ঞান যোগ দিবস পালন করল মহর্ষি বিদ্যা মন্দির, শিলচর। স্কুলের পরম্পরা স্বরূপ প্রথমে গুরুপূজা ও সমবেত ভাবাতীত ধ্যান অনুষ্ঠিত হয়। তারপর স্কুলের অধ্যক্ষা সমিতা দত্ত ও প্রবীণ শিক্ষক অর্ণব রায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
অধ্যক্ষা সমিতা দত্ত বলেন, আজকের এই করোনা আবহে আমাদের অবশ্যই মহর্ষিজির আদর্শ ও দর্শন অনুসরণ করা উচিত। তিনি বিশ্বশান্তির জন্য দিনে দুইবার করে ভাবাতীত ধ্যান করার পরামর্শ দেন।
মহর্ষি শিক্ষা সংস্থার চেয়ারম্যান মহর্ষি মহেশ যোগীর ভাষ্য পাঠ করে শুনান স্কুলের শিক্ষিকা গীতা রাজকুমারী। বতর্মান বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই সম্পর্কে মহর্ষিজির ধারণার উপর আলোকপাত করেন স্কুলের গ্রন্থাগারিক কনৌজ সোম। স্কুলের শিক্ষিকা কস্তুরি পাল বলেন, মহর্ষিজির দর্শন সমুদ্রের ন্যায় বিস্তৃত। আমাদের প্রাত্যহিক জীবনে তাঁর দর্শন পালন করা দরকার।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বেবী সেন, সুপর্ণা দাস, মধুমিতা দে, সুমন কর, অদিতি ভট্টাচার্য, গোপা রায়, শতাক্ষী ভট্টাচার্য, সঙ্গীতা চক্রবর্তী, সর্মিলী দাস, সুজাতা দত্ত গুপ্ত ও সুস্মিতা সেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষিকা পারমিতা দাস চৌধুরী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শতাক্ষী ভট্টাচার্য।