Barak UpdatesHappeningsBreaking News
মহর্ষি বিদ্যামন্দিরে ভাস্করবিজয় গুপ্তের স্মৃতিচারণ
২৯ নভেম্বর: শিলচর মহর্ষি বিদ্যামন্দিরে ফাইন আর্টস-এর শিক্ষক ভাস্করবিজয় গুপ্তের স্মৃতিচারণ সভা আয়োজিত হল শনিবার। শিক্ষক-অশিক্ষক কর্মচারী, পড়ুয়া ছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা প্রয়াত গুপ্তের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দু’মিনিট নীরবতা পালন করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সবাই।
এদিন, গুরুবন্দনার মধ্য দিয়ে শুরু হয় সভা। একের পর এক শিক্ষক-শিক্ষিকা সহ ভাস্কর গুপ্তের পরিচিত ও পরিবারের লোকেরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত শিক্ষকের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন বিদ্যামন্দিরের অধ্যক্ষা শমিতা দত্ত, কস্তুরী পাল, মঞ্জুলাল দাস, বীরেশ্বর ভট্টাচার্য, ড. গোবিন্দ বণিক, মালবিকা সেন৷
অতিথিদের মধ্যে সমরবিজয় চক্রবর্তী, বিপ্রজিৎ দত্ত, ভাস্কর দাস, দেবাশিস সোম প্রমুখ প্রয়াত গুপ্তের সান্নিধ্যের নানা কথা তুলে ধরেন। গান পরিবেশনা ও চিত্রকলা প্রদর্শনীর মাধ্যমে তাঁদের প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানায় ছাত্রী-ছাত্রীরা। ভাস্করবিজয় গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।