Barak UpdatesHappeningsCultureBreaking News
মহড়াতেই রেকর্ড, শুক্রবার হাজার হাজার কণ্ঠে কিশোরকুমার
ওয়েটুবরাক, ২ আগস্টঃ কিশোরকুমার ফ্যানস ক্লাবের এ বারের পরিকল্পনা, হাজার কণ্ঠে কিশোরকুমার। কিন্তু বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, সাংস্কৃতিক সংস্থায় আগ্রহীদের নাম সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, পাঁচদিন আগেই সংখ্যাটা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। এত শিল্পীকে এক মঞ্চে গাওয়ানোর জন্য বেশ কিছুদিন ধরেই চলছে গ্রুপ রিহার্সাল। ফ্যানস ক্লাবের প্রাণপুরুষ সুজিতকুমার দাস ঘোষণা করলেন, মূল অনুষ্ঠানের দুইদিন আগে বুধবার স্টেজ রিহার্সাল করতে হবে। সবাইকে ডিএসএ স্টেডিয়ামে আসতে বলেছিলেন। ভেবেছিলেন, এমন রিহার্সালে সবাই কি আর আসবেন ! তাই সেখানেই মূল আগ্রহীদের চিহ্নিত করা যাবে। কিন্তু বুধবার মহড়াতেই রেকর্ড গড়ল শিলচর। বৃষ্টি উপেক্ষা করে তিনহাজারের বেশি মানুষ উপস্থিত হলেন রিহার্সালের জন্য। বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা যেমন ব্যাপক ভাবে এসেছে, তেমনি সাধারণ জনতার সংখ্যাটাও কম নয়। অংশ নিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ফ্যানস ক্লাবের সভাপতি তৈমুর রাজা চৌধুরী, রজত ঘোষ. নিখিল পাল, স্বর্ণালী চৌধুরী, তমোজিত ভট্টাচার্য প্রমুখ। সৌমিত্র দত্ত, ভাস্কর দাস, বাচ্চু দাসরা তো ছিলেনই। এ দিনের রিহার্সালে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত শিল্পীকেও দেখা গিয়েছে। আনন্দের সঙ্গে বিভিন্ন বয়সের মানুষ মুহুর্তটিকে উপভোগ করেছেন। শুক্রবার যে আর হাজার কণ্ঠে কিশোরকুমার নয়, হাজার হাজার কণ্ঠে কিশোরকুমারকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে, তা বুধবারের রিহার্সালে স্পষ্ট হয়ে গিয়েছে।