Barak UpdatesHappeningsBreaking News

মর্যাদার সঙ্গে পালিত ভাষাশহিদ দিবস

ওয়েটুবরাক, ১৯ মেঃ বিদেশি সন্দেহে নানা রকমের টিপ্পনি, ডি ভোটার তৈরি, এনআরসির নামে হয়রানি, সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে বিধানসভার আসন কমিয়ে দেওয়ার মতো নানা ঘটনার পর এ বার কলেজে ভর্তির ক্ষেত্রে বাংলা নিতে আগ্রহীদের প্রবেশিকা কেন্দ্র বরাকের বাইরে নিয়ে যাওয়া..। অসমের বঙ্গভাষী প্রধান বরাক উপত্যকার প্রতি বৈষম্য-বঞ্চনার অভিযোগ বাড়ছে, বাড়ছে ভাষাশহিদ দিবস পালনে মানুষের আগ্রহ। এ বার ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে ১৫ মে বরাক উপত্যকার তিনজেলায় শোভাযাত্রা করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। ১৬, ১৭ তারিখেও পথচলা ছিল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং বরাকের আওয়াজের। ১৮ মে হয় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ‘উনিশের আবাহন’।

আজ উনিশে মে ভাষাশহিদ দিবসে স্থানে স্থানে বার হয় ছোট-বড় শোভাযাত্রা, হয় শহিদ তর্পণ। গানে-কবিতায়-চিত্রশিল্পে এবং পত্রিকা-গ্রন্থ প্রকাশে দিনভর নানা কর্মসূচি। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি তিনজেলাতেই এক দৃশ্য। তা দেখতে প্রতিবছর বিভিন্ন রাজ্য থেকে ভাষাপ্রেমীরা এখানে আসেন। আসেন বাংলাদেশের বহু সাহিত্য-সংস্কৃতি সংগঠক। এ বারও নিজেদের আগ্রহে ছুটে এসেছেন লুৎফর রহমান, স্বপন বিশ্বাস, বনশ্রী ডলি, সইফুল ইসলাম প্রমুখ। তাঁরা বলেন, ৫২-র আন্দোলনের ফলে একটি রাষ্ট্রের জন্ম হতে পারলে, বরাকেও ভাষার অধিকার রক্ষার আন্দোলন বৃথা যাবে না।

অসমে অসমিয়াই হবে রাজ্য পর্যায়ের একমাত্র সরকারি ভাষা, এ কথা বলে ১৯৬০ সালে অসম বিধানসভায় ভাষা আইন পাস হতেই বঙ্গভাষী প্রধান বরাক উপত্যকায় আন্দোলন শুরু হয়। ১৯৬১ সালের ১৯ মে সত্যাগ্রহে অংশ নেন হাজার হাজার মানুষ। শিলচর রেলস্টেশনে রেললাইন অবরোধ করে বসেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। বেলা ঠিক ২টা ৩৫ মিনিটে আচমকা গুলি চালায় পুলিশ। প্রাণ হারান এগারো দশ তরুণের সঙ্গে কমলা ভট্টাচার্য নামে এক তরুণীও। বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে, তিনিই মাতৃভাষার জন্য বিশ্বের প্রথম মহিলা শহিদ।

বরাকের একাদশ ভাশাশহিদ স্মরণে অনুষ্ঠান হয় ত্রিপুরা, কলকাতাতেও। রবিবার আগরতলায় আমরা বাঙালি কার্যালয়ে দিনটি পালিত হয়। সেখানে দলের প্রদেশ সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, এ শুধু ভাষার লড়াই নয়, বরং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। কলকাতায় বিধাননগরের রবীন্দ্র ওকাকুরা ভবনে দিনটি পালন করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কলকাতা অধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker