India & World UpdatesHappeningsSportsBreaking News
মনুর জোড়া পদক, হ্যাটট্রিকেরই সম্ভাবনা
ওয়েটুবরাক, ৩১ জুলাই : মনু ভাকের চলতি অলিম্পিক্সে একের পর এক কীর্তি স্থাপন করে জিতেছেন ২টি ব্রোঞ্জ। পদকের রং বদলে হ্যাটট্রিকের সম্ভাবনাও রয়েছে। এবার তিনি অংশ নেবেন মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে।
মনু ১ আগস্ট ভারতীয় সময় বেলা সাড়ে ১২টায় ২৫ মিটার পিস্তলের প্রি-ইভেন্ট ট্রেনিং নামবেন। ২ আগস্ট সাড়ে ১২টা থেকে প্রেসিসন ও সাড়ে তিনটে থেকে র্যাপিড কোয়ালিফিকেশন রয়েছে। এই ইভেন্টের ফাইনাল শনিবার বেলা ১টায়।
ভারতের পিস্তল কোচ রৌণক পণ্ডিত বলেন, দারুণ শট মেরেছেন মনু। যোগ্য হিসেবেই পদক জিতেছেন। কোনও অতিরিক্ত চাপ তাঁর উপর নেই। তিনি অন্য টুর্নামেন্টের মতোই দেখছেন অলিম্পিক্সকে।
রৌণকের কথায়, মনু দারুণ ফর্মে রয়েছেন। তিনি আগের চেয়ে অনেক পরিণত হয়েছেন। বোঝাপড়া সঠিক রেখে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ধারাবাহিকতা দেখাচ্ছেন। তিনে তিন পদক জয় সম্ভব।
টোকিও অলিম্পিক্সের ব্যর্থতা কাটিয়ে কীভাবে তিন বছরের মধ্যে ঘুরে দাঁড়ানো সম্ভব হলো? রৌণক বললেন, তখন মনুর বয়স ছিল ১৯। এখন বয়সের সঙ্গে অভিজ্ঞতা বেড়েছে। কোনটা করলে ভালো হবে সেটা আরও ভালো উপলব্ধি করছেন। প্রতিটি অভিজ্ঞতাই কিছু না কিছু শেখায়, আরও শক্তিশালী করে তোলে।