Barak Updates
মত বিনিময়ে সমস্যা সুরাহার উপায় খুঁজলেন নির্মাণ শ্রমিকরা
২৭ আগস্ট : সারা অসম নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাছাড়-হাইলাকান্দি জেলা কমিটির নতুন সভাপতি মনোনীত হলেন মানবেন্দ্র কুমার পত্য। সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুরজিৎ ঘোষ। ২৯ সদস্যের নবগঠিত কমিটিতে মদনমোহন ভট্টাচার্য রয়েছেন কোষাধ্যক্ষ পদে। মঙ্গলবার ইউনিয়নের দ্বিতীয় জেলা সম্মেলনে তিন বছর মেয়াদের এই কমিটি গঠিত হয়। এই প্রক্রিয়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি থেকে আসা ভোলা শর্মা ও যজ্ঞেশ্বর দাস।
এদিকে, ইউনিয়ন সূত্র মতে ২১ ও ২২ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের রাজ্য সম্মেলন। এতে জেলার প্রতিনিধিত্ব করতে ১৯ সদস্যের একটি দলও বাছাই করা হয় এ দিনের কর্মসূচিতে।
অন্যদিকে, ইউনিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয় মঙ্গলবার সকালে। শিলচর মধ্যসহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহের সামনে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন পদাধিকারীরা। ইউনিয়নের শতাধিক কর্মকর্তা সামিল ছিলেন কর্মসূচিতে। আলোচনা পর্বে শ্রমিকদের অভাব-অভিযোগ নিয়ে কথা বলেন বক্তারা।
সমস্যা সুরাহার উপায় খোঁজেন মত বিনিময়ের মধ্য দিয়ে। তারা বলেন, সরকার শ্রমিকদের সুবিধে-অসুবিধেকে ভালোভাবে বিবেচনা না করেই বিভিন্ন নীতি প্রণয়ন করছে। অথচ এ গুলো পক্ষে যাচ্ছে না। এমন অভিযোগ তুলে শ্রমিক বিরোধী নীতির সমালোচনা করেন বক্তারা।