NE UpdatesHappeningsBreaking News

মণিপুরে প্রাক্তন সতীর্থকে গুলি করে মারল কেসিপি

ওয়েটুবরাক, ২১ জুলাইঃ পূর্ব ইম্ফল জেলার টেকচামে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ তাঁর চোখ বাঁধা ছিল৷ হাতও পিছমোড়া করে বেঁধে রাখা৷ কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করে মারা হয় তাকে৷ পুলিশ জানিয়েছে, নিহতের নাম আরকে পৃথিবী সিংহ৷ তিনি একসময় কেসিপি প্রগ্রেসিভ জঙ্গি সংগঠনের ক্যাডার ছিলেন৷
জঙ্গি সংগঠনটি অবশ্য প্রাক্তন সতীর্থকে গুলি করে মারার দায় স্বীকার করে নিয়েছে৷ তাদের অভিযোগ, আত্মসমর্পণের পরে পৃথিবী আরও কয়েকজন প্রাক্তনীকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর চর হিসেবে কাজ করছিলেন৷ তাই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেসিপি প্রগ্রেসিভ৷
এ দিকে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ চূড়াচাঁদপুর জেলার কানানফাই গ্রামে যৌথ অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করে৷ এর মধ্যে রয়েছে, একটি কারবাইন মেশিন গান, একটি পয়েন্ট থ্রিনটথ্রি রাইফেল, তিনটি সিঙ্গল ব্যারেল রাইফেল, একটি পিস্তল, দুটি ইমপ্রভাইজড মর্টার৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker