NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে ড্যামেজ কন্ট্রোলে চার এনপিপি বিধায়ককে নিয়ে দিল্লি উড়ে গেলেন হিমন্ত
২৪ জুন : মণিপুর বিধানসভার ন্যাশনাল পিপলস পার্টির চার বিধায়ক ক্রমে ওয়াই জয়কুমার, এন কায়িচি, লেটপাও হাওকিপ ও এল জয়ন্ত কুমার সিং নতুন দিল্লি রওনা হয়েছেন। তাঁদের সঙ্গে দিল্লি উড়ে গিয়েছেন নেডার আহ্বায়ক তথা আসামের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বুধবার সকালে এনপিপি বিধায়কদের সঙ্গে দিল্লি যাওয়ার আগে হিমন্তবিশ্ব বলেন, মণিপুরের এই রাজনৈতিক সংকটের খুব শীঘ্রই স্থায়ী সমাধান হবে। ইম্ফলে বিজেপি ও এনপিপি-র বৈঠক একপ্রকার ব্যর্থ হওয়ার পর এনপিপি নেতা তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও অন্য চার বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লি উড়ে গিয়েছেন হিমন্ত।
জানা গেছে, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এনপিপি নেতা ও বিধায়কদের এক আলোচনা হওয়ার কথা রয়েছে। এই চার এনপিপি বিধায়ক মণিপুরে বিজেপি সরকারের ওপর থেকে তাঁদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। প্রসঙ্গত, মোট ৯ বিধায়ক বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। শাসক বিজেপির তিন বিধায়কের পদত্যাগ এবং এনপিপি ও তৃণমূল কংগ্রেসের বিধায়করা সমর্থন প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে এন বীরেন সিং নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে বলে দাবি করে কংগ্রেস সরকার গঠনের দাবি তুলেছিল।