NE UpdatesHappeningsBreaking News

মিজোরামের পুলিশ হেফাজতে মৃত ধলাইয়ের যুবক, লায়লাপুরে উত্তেজনা চরমে

ঘটনাস্থলে পরিমল, অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন

২ নভেম্বর: মিজোরামের পুলিশ হেফাজতে ধলাইর এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ক্ষোভের আগুনে ঘি ঢালল৷ দুই রাজ্যের বিবাদ নতুন মোড় নিল৷ শত শত মানুষ লায়লাপুরের সীমানা এলাকায় ছুটে গিয়েছেন৷

মিজোরাম পুলিশের দাবি, সোমবার মাদক সহ গ্রেফতার করা হয় কাছাড় জেলার ধলাই থানার ফ্রেঞ্চনগরের ইনতিয়াজ আলিকে৷ জেরা চলার সময় আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে কলাশিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷

এ দিকে, রবিবারই ইনতিয়াজের ভাই আলি হোসেন থানায় নিখোঁজ সংক্রান্ত রিপোর্ট করেন৷ তিনি পুলিশকে বলেন, পাগলাছড়ার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল তার ভাই৷ সেখান থেকে মিজোরাম পুলিশ তাকে তুলে নিয়ে যায়৷ দুপুরে কলাশিবের এসপি তাঁর মৃত্যুর কথা আসাম পুলিশকে জানান৷ এই খবরে শতশত মানুষ মিজোরামের দিকে ছুটে যায়৷ তাদের আটকাতে কাছাড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস৷ পরে

লায়লাপুরে গিয়ে ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন বন ও পরিবেশ, আবগারি এবং মৎস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ তিনি শান্তি বজায় রাখতে সকলের প্রতি অনুরোধ জানান৷ মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহ দেখছেন তিনি জনতাকে অবগত করান৷এ দিকে, ইনতিয়াজের মৃত্যুর খবরের কিছুক্ষণ পরে মিজোরামের দিক থেকে দৌড়ে আসেন নজরুল ইসলাম নামে ধলাইরই এক ব্যক্তি৷ হাঁফাতে হাঁফাতে এসে বলেন, তিনদিন আগে তিনি গরুর ঘাস কাটতে জঙ্গলে গিয়েছিলেন৷ দুই যুবক তাকে ধরে নিয়ে যায়৷ একজনের কাঁধে বন্দুক ছিল৷ এরা তাকে গাছের সঙ্গে বেঁধে পেটায়৷ সোমবার ইনতিয়াজের মৃত্যুর পরে তাকে এরাই গেটে এনে ছেড়ে দেয়৷

ডিআইজি দিলীপকুুুমার দে বলেন, সমস্ত ঘটনা কেন্দ্রকে রিপোর্ট করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker