NE UpdatesAnalyticsBreaking News
ভয়াবহ বেকার সমস্যা আসামে, ২৬ হাজার পদের বিপরীতে ১২ লক্ষ আবেদনকারী
১১ জুন : আসামে বেকার সমস্যা ভয়ঙ্কর রূপ নিয়েছে। সরকারের ঘোষণা করা ২৬ হাজার পদের বিপরীতে ১২ লক্ষ আবেদন জমা পড়েছে। বিভিন্ন সরকারি বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৬ হাজার পদ ইতিমধ্যেই খালি হয়েছে। এ জন্য রাজ্য সরকার শিক্ষিত যুবক-যুবতীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। প্রাপ্ত খবরে জানা গেছে, তৃতীয় শ্রেণির পদের জন্য মোট আবেদন জমা পড়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৮০৫টি। চতুর্থ শ্রেণির পদের জন্য মোট আবেদনকারী ৪ লক্ষ ৪৩ হাজার ৬৫৫ জন। এছাড়া ৭৭ হাজার ৪৯ জন প্রার্থী পৃথকভাবে তৃতীয় শ্রেণির চালক পদের জন্য আবেদন করেছেন।
এদিকে আগামী ৭ আগস্ট চতুর্থ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২১ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় শ্রেণির পদের জন্য লিখিত পরীক্ষা। তবে চালকের নিয়োগ পরীক্ষা আলাদাভাবে অনুষ্ঠিত হবে। খুব শীঘ্রই চালকের নিয়োগের জন্য পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন। সঙ্গে তিনি এও উল্লেখ করেন যে, এই পদ্গুলোতে নিয়োগের ব্যাপারে সরকার স্বচ্ছতা বজায় রাখবে। তিনি আসন্ন পরীক্ষার জন্য সব আবেদনকারীকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে বেশকিছু তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদ বর্তমানে খালি রয়েছে। এর প্রেক্ষিতেই রাজ্য সরকার বেকারদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। আসামে বেকার সমস্যা যে বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে, তা এই বিশাল সংখ্যক আবেদন থেকেই স্পষ্ট হয়ে উঠেছে।