Barak UpdatesHappeningsBreaking News
ভোটের পরে কংগ্রেস প্রার্থীরা কংগ্রেসে থাকবেন তো? প্রশ্ন হিমন্তের
ওয়েটুবরাক, ১৮ মার্চ : এ বারের লোকসভা ভোটে অসমে বিজেপির সবচেয়ে বড় নির্বাচনী অস্ত্র কংগ্রেস জনপ্রতিনিধিদের দলত্যাগ৷ সোমবার করিমগঞ্জে এসে ভোটারদের উদ্দেশে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশ্ন ছুঁড়ে দেন, “ভোটের পরে কংগ্রেস প্রার্থীরা কংগ্রেসে থাকবেন তো?” পরে নিজেই এর জবাব দেন৷ বলেন, ‘‘লোকসভা ভোটের পর একজন ছাড়া সব কয়জন কংগ্রেস প্রার্থীকে বিজেপিতে নিয়ে আসব।’’ কাকে তিনি বাদ দিয়েছেন, তা অবশ্য উল্লেখ করেননি।
এ দিন করিমগঞ্জে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলের বুথ কমিটির সভাপতিদের সক্রিয় হতে পরামর্শ দেন। বলেন, ভোট চাওয়ার দরকার নেই, বরং তাঁরা যেন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেন। কার কার বাড়িতে রেশন কার্ড নেই, কার কার বাড়িতে রেশন কার্ড থাকলেও অরুণোদয় প্রকল্পের সুবিধে মিলছে না। নির্ধারিত ফর্মে সে সব তথ্য সংগ্রহ করলে ভোটের পর ওই সমীক্ষা দেখেই সরকার তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেবে। একই ভাবে ছবি সহ এলাকার রাস্তাঘাটের বিবরণ দিতে বলেন বিজেপির বুথ সভাপতিদের।একই ভাবে ছবি সহ এলাকার রাস্তাঘাটের বিবরণ দিতে বলেন বিজেপির বুথ সভাপতিদের।
এমন টোপের যে ফল মিলবেই, সে ব্যাপারে আত্মবিশ্বাসী হিমন্ত। তাঁর কথায়, ‘‘বিরোধীদের নিয়ে আমি ভাবছিই না। কোথায় কংগ্রেস বা ইউডিএফ। এ বারের নির্বাচন আমার কাছে দারিদ্র ও অনগ্রসরতার বিরুদ্ধে লড়াই।’’ ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে ওই দুই শত্রুকে তাড়াতেই আর্থ-সামাজিক সমীক্ষায় গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি। দাবি করেন, এ বার দেশে নির্বাচনের মডেল হবে অসমের বিজেপি নির্বাচনী প্রচার।