Barak UpdatesHappeningsBreaking News
ভোটের দিনে বেসরকারি স্লিপে প্রার্থী বা প্রতীকের উল্লেখ চলবে না
২ মার্চ: কোনও রাজনৈতিক দলের মিছিল যেন সড়ক চলাচলে বাধার সৃষ্টি না করে, নির্বাচনী আদর্শ আচরণ বিধির উল্লেখ করে সকলকে এ ব্যাপারে সতর্ক করে দিল করিমগঞ্জ জেলা প্রশাসন৷ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে সব সময় নির্বাচন কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটারদের উদ্দেশে ইস্যু করা বেসরকারি পরিচয় স্লিপগুলি সাদা কাগজে থাকতে হবে৷ প্রার্থীর নাম, দলের নাম বা চিহ্ন থাকবে না।
এ ছাড়া, প্রচারের সময়কালে এবং ভোটের দিনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাগুলিও পুরোপুরি মানতে হবে। মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়ক কেউ এইসব শর্ত থেকে অব্যাহতি পাবেন না। নির্বাচন পরিচালনা সম্পর্কিত যে কোনও অভিযোগ বা সমস্যা কমিশনের দ্বারা নিযুক্ত অবজার্ভার, রিটার্নিং অফিসার, জোনাল কিংবা সেক্টর ম্যাজিস্ট্রেটকে জানানো যেতে পারে৷ নির্বাচন কমিশনের নজরেও আনা যাবে৷
নির্বাচনী প্রচারের সময়সীমা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার, প্রার্থী ও প্রার্থীর নির্বাচন এজেন্ট ছাড়া বাকি সবাইকে সেই এলাকা ত্যাগ করতে কমিশনের নির্দেশ রয়েছে বলে জেলা জনসংযোগ জানিয়েছে।