Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ভোটকেন্দ্রগুলিকে ভোটের উপযোগী করে তুলতে নির্দেশ
January 23, 2021
২৩ জানুয়ারি : করিমগঞ্জ জেলার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সুযোগ-সুবিধার বন্দোবস্ত করতে নির্দেশ দিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এমপি আনবামুথান এমপি । শনিবার করিমগঞ্জে আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্রগুলির সুযোগ-সুবিধার বন্দোবস্ত নিয়ে আলোচনার উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়৷ বৈঠকে পৌরোহিত্য করে এই নির্দেশ দেন জেলাশাসক আনবামুথান এমপি। কোভিড প্রটোকল অনুযায়ী আসন্ন নির্বাচনের ভোটগ্রহণে যে অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র গঠন করা হবে সেগুলোতে ভোটারদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই বৈঠক ডাকা হয়।
জেলার ৯২টি ভোটকেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা করতে পিএইচই-কে দায়িত্ব দেওয়া হয়। ৫২৭টি ভোটকেন্দ্রের বিদ্যালয় ভবনগুলিতে বৈদ্যুতিকীকরণের দায়িত্ব এপিডিসিএলকে দেওয়া হয়। ১৫০টি ভোটকেন্দ্র বিদ্যালয় ভবনের ভোটকেন্দ্রগুলোতে রেম্প নির্মাণের জন্য শিক্ষা বিভাগকে বলা হয়। এছাড়া, ৮৪২ টি ভোটকেন্দ্রে শৌচাগার নির্মাণের জন্যও স্বচ্ছ ভারত মিশনকে বলা হয়। শিক্ষা বিভাগকে বিদ্যালয়ভবনগুলোতে অবস্থিত ভোটকেন্দ্রগুলোতে দিকনির্দেশ সাইনবোর্ড ভোটকেন্দ্রের নম্বর ইত্যাদি দিকনির্দেশনা লিখে রাখতে বলা হয়।