Barak UpdatesHappeningsBreaking News
ভুবনে গিয়ে প্রাণ হারালেন ৫ জন
ওয়েটুবরাক, ২ মার্চ : ভুবন তীর্থে গিয়ে এ বার মোট ৫ জন প্রাণ হারিয়েছেন৷ মঙ্গলবার বিক্রম পাল ছাড়াও এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷ বুধবার আরও তিনজন পুণ্যার্থীর দেহ এ দিকে ও দিকে পড়ে থাকতে দেখা যায়। সকালে মন্দিরের পাশে মেলে বড়খলার চন্দ্রনাথপুর এলাকার বছর ৩৭-এর আনন্দ ঘাটোয়ারের মৃতদেহ। বিকেলে আরও দুজনের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজন কাটিগড়ার গুমড়া খেলমার সঞ্জয় দাস। বয়স ৩৭। আরেক জনের পরিচয় জানা যায়নি। পুলিশ দেহগুলি মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
শিবরাত্রি উপলক্ষে অন্যান্য বছরের চেয়ে এবার পুণ্যার্থীর সমাগম প্রায় দ্বিগুণ ছিল। প্রথম রাতেই প্রায় দু’লক্ষ পুণ্যার্থী মন্দিরে পৌঁছেন। দু’দিনে প্রায় চার লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে। তাদের সামাল দিতে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়েছে। গত দু’বছর করোনার দরুন ভুবনে চড়তে পারেননি কেউ৷ এই বছর কোনও বিধিনিষেধ না থাকায় এবং আবহাওয়া অনুকূল থাকার দরুন পুণ্যার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়৷