NE UpdatesHappeningsBreaking News
ভিক্টর দাসকে সাতদিনের পুলিশ রিমান্ডে, জেরা অম্লানকেও
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে চাকরির নামে দুর্নীতি শুরুর অভিযোগ এনে ধৃত ভিক্টর দাসকে আদালত সাতদিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ তাকে আদালতে তুলে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে যেতে চেয়েছিল পুলিশ৷ বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করে৷
ভাস্করের বক্তব্য সমর্থন করে মন্তব্য জুড়েছিল অম্লানজ্যোতি দত্ত নামে এক ছাত্র৷ তাকে পুলিশ ডেকে নিয়ে গুয়াহাটি পানবাজার থানায় জিজ্ঞাসাবাদ করে৷
অম্লান অবশ্য জানিয়েছেন, তাঁর কাছে যে সব তথ্য ছিল, সবই তিনি পুলিশকে জানিয়েছেন৷ যারা টাকা দাবি করেছিলেন, তাদের মোবাইল নম্বর দিয়েছেন, নানা স্ক্রিনশটও ফরোয়ার্ড করেছেন তদন্তকারীদের৷ ভাস্করও দাবি করেছেন, তিনি গুজব ছড়াননি৷ দরদাম করে যে মোটর সাইকেলে চেপে এসে চার লক্ষ টাকা নিয়ে গিয়েছিল, পুলিশকে ওই মোটর সাইকেলের নম্বরও দেওয়া হয়েছে৷ মহানগর পুলিশের যুগ্ম কমিশনার পার্থসারথি মহন্ত জানিয়েছেন, তাঁরা তদন্ত করে দেখেছেন, নম্বরটি ভুয়ো৷
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর পরই ভিক্টর মামলায় কঠোর অবস্থানের ইঙ্গিত দেন৷ তিনি বলেন, এটা জেমস বন্ডের সিনেমা নাকি? যে কারও একজনের মোটর সাইকেলের নম্বর দিলেই হয়ে যাবে?
তাঁর কথায়, ভিক্টর একজন প্রাক্তন বিধায়কের কথা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, কিন্তু তাঁর নামও জানাতে পারেননি৷ তাই গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না কাউকে৷ কংগ্রেসকে দোষারোপ করে হিমন্তের বক্তব্য, জনবিচ্ছিন্ন দলগুলি এইসব ঘটনাকে সমর্থন করছে৷
পুলিশ রিমান্ডের পরই পানবাজার থানায় ভিক্টরের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা৷ পুলিশ আদালতের অনুমতি চেয়ে তাঁকে ভেতরেই ঢুকতে দেয়নি৷ ক্ষুব্ধ ভূপেন সাংবাদিকদের বলেন, “সোমবারই আদালতের অনুমতি নিয়ে আসছি৷ ভিক্টরের সঙ্গে কথা বলব৷” তাঁকে তাঁরাই আইনি পরামর্শ প্রদানের ব্যবস্থা করবেন বলে ভূপেন জানান৷ তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একহাত নিয়ে বলেন, এ কেমন রাজত্ব! অভিযোগকারীকে গ্রেফতার করে লকআপে পুরে রাখা হয়৷ অভিযোগের তদন্ত গুরুত্ব পায় না৷ তাঁর কথায়, অবাধ দুর্নীতির জন্যই ভিক্টরের মাধ্যমে সকলের মুখ বন্ধ করানোর চেষ্টা করা হলো৷ কথা বললেই গ্রেফতার হতে হবে, বার্তা দিতে চাইছে হিমন্ত সরকার৷ তিনি ডিজিপি ভাস্করজ্যোতি মহন্তেরও সমালোচনা করেন৷