NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ভাষার কথা বলতে গিয়ে বরাক বঙ্গের প্রতিনিধিরা দেখলেন বিএসএনএল-ই ছন্নছাড়া !
ওয়েটুবরাক, ১৭ জুন : বিএসএনএলের পক্ষ থেকে নিজের গ্রাহক সহ সাধারণ জনতার উদ্দেশে যে সব বার্তা প্রদান করা হয়, সেগুলি বরাক উপত্যকাতেও অসমিয়া ভাষায় শোনানো হয়৷ অনেকদিন ধরেই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে ওই সব বার্তায় বাংলা ভাষা ব্যবহারের দাবি জানানো হচ্ছে৷ কিন্তু কোনও সাড়া মিলছে না৷
মঙ্গলবারও সমিতির এক প্রতিনিধি দল বিএসএলএল-এর শিলচর এসএসএ-র জেনারেল ম্যানেজারের উদ্দেশে একটি স্মারকপত্র প্রদান করে৷ তখনই বিএসএনএল শিলচর এসএসএ-র ছন্নছাড়া ভাব প্রতিনিধিদের নজরে আসে৷ বিষয়টি বড় উদ্বেগজনক বলেই মনে করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন৷ কয়েকমাস ধরেই এখানে জেনারেল ম্যানেজার হিসেবে কেউ নেই৷ দায়িত্বও এখানকার কাউকে দেওয়া হয়নি৷ কারণ এখানে ডেপুটি জেনারেল ম্যানেজারের তিনটি পদ রয়েছে৷ দীর্ঘদিন ধরে তিনটিই শূন্য৷ তাই গুয়াহাটির জেনারেল ম্যানেজারই এখন শিলচর এসএসএ দেখভাল করেন৷
বর্তমানে এখানে এখন সর্বোচ্চ পদে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রশাসন) শিবজ্যোতি দে৷ বঙ্গ সাহিত্যের প্রতিনিধিরা তাঁর সঙ্গেই কথা বলেন৷ তিনি জেনারেল ম্যানেজারের পিএ এএইচ লস্করের মাধ্যমে স্মারকপত্রটি গুয়াহাটি স্থিত জেনারেল ম্যানেজারের কাছে পাঠানোর ব্যবস্থা করেন৷ পাশাপাশি জানান, এর আগে বঙ্গ সাহিত্যের দুইবার দেওয়া স্মারকপত্রই তখনকার জেনারেল ম্যানেজাররা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন৷ কিন্তু এখন গোটা অসমে একটিই সুইচ এবং গুয়াহাটি থেকে সেটি নিয়ন্ত্রিত হয়৷ তাই তাঁদের পক্ষে বাংলা ভাষার অডিও ঢোকানো সম্ভব নয়৷
তিনি আরও শোনান, একসময় শিলচরেই এই অঞ্চলের জন্য নিজস্ব সুইচ ছিল৷ তখন বাংলাতেই সমস্ত কথা শোনানো হতো৷ কিন্তু বহুদিন আগেই এই কারিগরি এখানে থেকে তুলে নেওয়া হয়েছে৷ বঙ্গ সাহিত্যের পক্ষ থেকে এই পরিস্থিতিতে সবাইকে সোচ্চার হতে আহ্বান জানানো হয়৷ বিএসএনএলের অডিও-বার্তায় বাংলাভাষার ব্যবহারের দাবিতে শীঘ্রই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ৷ প্রতিনিধি দলে সভাপতি ছাড়াও ছিলেন সুশান্ত সেন, বকুলচন্দ্র নাথ, রণধীর চক্রবর্তী, হৃষীকেশ চক্রবর্তী, পার্থসারথি দাস ও উত্তমকুমার সাহা৷