NE UpdatesIndia & World UpdatesHappeningsSportsBreaking News
ভারোত্তোলনে সোনা জিতলেন মিজোরামের জেরেমি
ওয়েটুবরাক, ৩১ জুলাই : কমনওয়েলথ গেমসে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিলেন জেরেমি লালরিনুঙ্গা। ভারোত্তোলনে পুরুষদের ৬৭ কেজি বিভাগে তিনিই সেরা নির্বাচিত হলেন৷
মীরাবাই চানু শনিবার ভারতকে প্রথম সোনা এনে দিয়েছেন। রবিবার তাঁর সামনেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন জেরেমি। স্ন্যাচে সবচেয়ে ভাল খেলেছেন। ১৪০ কেজি ওজন তুলেছেন মিজোরামের এই ভারোত্তোলক। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে ছিলেন ১০ কেজি ব্যবধানে। ক্লিন অ্যান্ড জার্কে তিনি তোলেন ১৬০ কেজি। সব মিলিয়ে ৩০০ কেজি তুলে কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। তবে ক্লিন অ্যান্ড জার্কে বেশি ওজন তুলতে গিয়ে পেশিতে টান ধরে।
জয়ের পিছনে যাবতীয় কৃতিত্ব কোচ বিজয় শর্মাকেই দিয়েছেন জেরেমি। বলেছেন, “কোচ প্রচুর খেটেছেন আমার জন্য। কখন কী ওজন তুলতে হবে সেটা বলে দিয়েছেন। ওঁর জন্যেই এত সহজে পদক এসেছে। হিসাব কষে এগিয়েছি আমরা। কোনও সময় অসুবিধার মধ্যে পড়তে হয়নি।”
ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় পাকিস্তানের তালহা তালিব খেলতে পারেননি কমনওয়েলথে। বাকিদের হারাতে জেরেমিকে অসুবিধার মধ্যে পড়তে হয়নি। সোনা জিতে বলেছেন, “মনে হচ্ছে একটা অন্য জগতে রয়েছি। দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হল। যুব অলিম্পিক্সে খেলার পর এটাই এখনও পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় প্রতিযোগিতা।”