India & World UpdatesHappeningsBreaking News
ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতুর উদ্বোধন করলেন মোদি-হাসিনা
৯ মার্চ : আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মঙ্গলবার এক অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের মধ্যে ভার্চুয়ালি একটি সেতুর উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত-বাংলাদেশের মৈত্রীর বন্ধনকে আরও মজবুত করতে এই সেতুর নামকরণ হয়েছে ‘মৈত্রী সেতু’। ফেনী নদীর উপর নির্মিত এই সেতু ভারত ও বাংলাদেশকে বাণিজ্য পথে জুড়ে দিল। এই সেতু নির্মাণে কাজ করেছে ন্যাশনাল হাইওয়েজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। যার ব্যয় বরাদ্দ ছিল ১৩৩ কোটি টাকা।
১.৯ কিলোমিটার লম্বা এই ব্রিজ বাংলাদেশের রামগড় থেকে সাব্রুম পর্যন্ত । এই সেতুটি নির্মাণের ফলে চট্টগ্রাম থেকে পণ্যবাহী লরি ৮০ কিলোমিটার দূরত্ব পাড়ি দেবে মাত্র চার ঘন্টায়। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কয়েকটি বন্দর যোগাযোগ রয়েছে তারমধ্যে সবচেয়ে কম সময়ে ভারতে পণ্য পরিবহন হবে এই ফেনী ব্রিজ দিয়ে। যাতে আর্থিক সাশ্রয় হবে।
৯ মার্চ ২০২১ ত্রিপুরায় বিজেপি সরকার তিন বছর পূর্ণ করে চতুর্থ বছরে পা দিল। আর এ দিনই এত বড় মাত্রায় প্রজেক্ট উদ্বোধনে খুশি উভয় দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার কথা উল্লেখ করে বললেন, ৩ বছরের সময়কালের সরকার রান্নার গ্যাসের সংযোগ সংখ্যা ৮ লক্ষ পার করেছে। পাশাপাশি কিষান সম্মান নিধির সুফল পাচ্ছেন ত্রিপুরার মানুষ। এদিনের সভায় আরও বেশকিছু পরিকাঠামোগত প্রকল্পের শিলান্যাস হয়। ত্রিপুরার জন্য ৯টি প্রকল্পের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। রয়েছে অত্যাধুনিক আইসিপি, জাতীয় সড়কের সংস্কার, উন্নত পার্কিং সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প। জাতীয় সড়কের সংস্কারের ফলে উত্তর-পূর্বের ৭টি রাজ্যকে সংযুক্ত করবে নয়া জাতীয় সড়ক।