India & World UpdatesHappeningsBreaking News

ভারত-নেপালের মধ্যে পণ্যবাহী ট্রেনের সূচনা মোদি-দাহালের

১ জুন ঃ ভারত ও নেপালের মধ্যে পণ্যবাহী ট্রেন যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লি থেকে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহাল কাঠমান্ডু থেকে ভার্চুয়াল মাধ্যমে সবুজ পতাকা দেখিয়ে, বিহারের আরারিয়া জেলার বাথনাহা রেলস্টেশন থেকে নেপালের মোরঙ জেলার বিরাটনগর পর্যন্ত কার্গো ট্রেন চলাচলের উদ্বোধন করেন। যদিও এ দিনের মূল অনুষ্ঠানটি বাথনাহা রেল স্টেশনে হয়। এই উপলক্ষে ভারত ও নেপালের সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো।

Rananuj

এ দিনের অনুষ্ঠানে দু’ দেশের রেল আধিকারিকরা জানান, প্রথমে এই ৮ কিমি রুটে প্রতিদিন মালগাড়ি চলাচল করবে। পরে পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তাব নেওয়া হবে। ইতিমধ্যেই বিহারের মধুবনী থেকে নেপালের বীরগঞ্জ পর্যন্ত প্রতিদিন যাত্রীবাহী ট্রেন চলাচল করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker