Barak UpdatesHappeningsBreaking News
ভর্তি সমস্যা নিয়ে উত্তাল শিলচর উইমেন্স কলেজ, বিক্ষোভ ছাত্রীদের
ওয়ে টু বরাক, ১ জুলাই : গুরুচরণ কলেজের পর এ বার উইমেন্স কলেজ। স্নাতক স্তরে ভর্তি ইস্যুতে শিলচরের উইমেন্স কলেজ উত্তাল হয়ে ওঠে। ক্ষুব্ধ ছাত্রীরা বেশ কিছুক্ষণ ভর্তির দাবি নিয়ে কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করে রাখেন। এর জেরে কলেজ চত্বরে এক অশান্ত পরিবেশের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশ বাহিনীকে।
যথাযথ নম্বর থাকা সত্ত্বেও ছাত্রীরা কলেজে ভর্তির সুযোগ না পেয়ে এ দিন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। প্রথমে কলেজ কর্তৃপক্ষ বিক্ষোভরত ছাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কলেজে ছুটে আসেন অতিরিক্ত জেলাশাসক সহ পুলিশ বাহিনী। কয়েক ঘণ্টা পর ম্যাজিস্ট্রেট ও কলেজ অধ্যক্ষের আশ্বাসের পর পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে।
বিক্ষব্রত ছাত্রীদের অভিযোগ, এই কলেজে দু’বছর উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করার পরও স্নাতক স্তরে তাদের ভর্তির সুযোগ মিলছে না। অনেকে ৭০ থেকে ৭৫ শতাংশ নম্বর পাওয়ার পরও এই কলেজে তাদের অ্যাডমিশন দেওয়া হচ্ছে না। এই পক্ষপাতমূলক আচরনের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন। অবিলম্বে এই কলেজে তাদের ভর্তির সুযোগ দিতে জোরালো দাবি জানায় ছাত্রীরা।